বিশ্বকাপে দ্রুততম হলুদ কার্ড দেখার রেকর্ড!
প্রকাশিত : ২২:৪২, ২৮ জুন ২০১৮
বিশ্বকাপ ফুটবল মানেই বাড়তি উত্তেজনা। বিশ্বের কোটি কোটি দর্শক প্রিয় দলের খেলা দেখতে একযোগে চোখ রাখে টেলিভিশনের পর্দায়। বিশ্বকাপ ফুটবল নিয়ে ভক্ত-দর্শকদের মধ্যে আলোচনা সমালোচনার কমতি নেই। পুরো মাস জুড়ে চলে বিশ্বকাপের উন্মাদনা।
এই বিশ্বকাপ ফুটবল নিয়ে ঘরে বাহিরে রেকর্ড সৃষ্টি হয়। মাঠের খেলার আবেদন ছড়িয়ে পড়ে হাজার মাইল দূরের ভক্ত- কূলের মধ্যেও। প্রিয় দল, প্রিয় খেলোয়াড়ের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ ভক্তরা একের পর এক রেকর্ড করে থাকে। জার্সি, পতাকা উড়ানো থেকে শুরু করে সব রেকর্ড ঘরে বাহিরে রেকর্ডের যেন শেষ নেই।
এবারের একটি বিরল রেকর্ড সৃষ্টি হয়েছে মাঠে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে হলুদ কার্ড পাওয়ার এক বিরল রেকর্ড সৃষ্টি করেছেন মেক্সিকোর ডিফেন্ডার জেসুস গালারডো। দ্রুত সময়ে হলুদ কার্ড দেখা নিয়ে সৃষ্টি হয়েছে গুঞ্জন।
একাতেরিনবার্গে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে বুধবার সুইডেনের ফরোয়ার্ড ওলা টোইনভোনেনকে ফাউল করে ম্যাচ শুরুর মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে হলুদ কার্ড দেখেন গালারডো। আর্জেন্টাইন রেফারি নেস্তর ফাবিয়ান পিটানা তাঁকে এই শাস্তি দিয়েছেন। এরিয়েল এই চ্যালেঞ্জের বিপরীতে পিটানা সাথে সাথে পকেট থেকে হলুদ কার্ড বের করতে কোন দ্বিধা করেননি।
আর ম্যাচ শুরু না হতেই এই ঘটনায় মেক্সিকো বেশ চাপে পড়ে গিয়েছিল। শেষ ১৬ নিশ্চিত করতে হুয়ান কার্লোস ওসোরিওর মাত্র এক পয়েন্ট হলেই চলত। কিন্তু সুইডেনের কাছে তারা শেষ ম্যাচে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। গ্রুপের আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-০ গোলে জার্মানদের পরাজিত করে অঘটনের জন্ম দেওয়ায় মেক্সিকোর পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়েছে।
কেআই/এসি